সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কবিরহাটে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি

কবিরহাটে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাতে কবিরহাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নরোত্তমপুর ইউনিয়নের কালি বাজারের আনোয়ার স্টোরের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাঈন উদ্দিন বাবর উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের ২নংওয়ার্ডের শরাফত উল্যার বাড়ির মৃত শরাফত উল্যার ছেলে।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, কালী বাজারের একটি দোকান থেকে পুরানো ছেড়া লুঙ্গি দিয়ে মোড়ানো প্লাস্টিকের সাদা ব্যাগের ভিতর থেকে দেশি পুরানো মডেলের তৈরি একটি এলজিসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ