বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কবিরহাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি

কবিরহাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ

জেলার নোয়াখালী খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে খালের পাড়ের বাসিন্দাদের ঘর-বাড়ি, ফসলিজমি ও বিভিন্ন স্থাপনা। 

গত শুক্রবার ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগ আনেন। লিখিত অভিযোগ পত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।  

জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রি খেয়া ও বিডিবি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু উত্তোলন বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে, ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করে।

উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খাল থেকে ৪/৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন।

এই বালু উত্তোলনের কারণে আশেপাশে ভূমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তাকে বাঁধা দেয়। বাঁধা দেয়ার পরও সে জোরপূর্বক বালু উত্তোলন করেন।

এতে করে সাধারণ জনগণের মধ্যে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগ পত্রে আরও বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নেই।  

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন রিয়াজ ও সদস্য সচিব মো. ইয়াছিন ফরহাদ বলেন, অভিযুক্ত ছাত্রদলের নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি/সাধারণ সম্পাদককে লিখিতভাবে জানানো হয়েছে। আমাদের জেলা কমিটি বর্তমানে না থাকায় আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি/সম্পাদককে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।  

টিএইচ