সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কমলনগরে যুবলীগ নেতা কারাগারে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগরে যুবলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ  নেতা মোসলেহ উদ্দিন মেম্বারকে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার হাজিরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোসলেহ উদ্দিন কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং চরফলকন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। বিষয়টি জানিয়েছেন সদর থানার ওসি মো. আবদুল মুনাফ। 
উল্লেখ্য, ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আ.লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 

এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। টিপুর নিজ বাসভবনের ছাদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তার সহযোগী গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা করা হয়। আর এসব মামলায় আ.লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

টিএইচ