বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

করিমগঞ্জে উপজেলা পরিষদে নির্বাচিতদের দ্বায়িত্বগ্রহণ ও প্রথম সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে উপজেলা পরিষদে নির্বাচিতদের দ্বায়িত্বগ্রহণ ও প্রথম সভা

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্বগ্রহণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহণের পর তাদের বরণ করে উপজেলা প্রশাসন। 

বুধবার (১০ জুলাই) দায়িত্বভার গ্রহণের আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক মাখন, ভাইস চেয়ারম্যান মু. রফিকুল ইসলাম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা।

পরে উপজেলা পরিষদের হলরুমে প্রথম মাসিক সভা শুরুর আগে ইউএনওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর মেয়র, সব ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানদের পক্ষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানানো হয়।

ইউএনও ফারহানা আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক মাখন, ভাইস চেয়ারম্যান মু. রফিকুল ইসলাম রাসেল, ভাইস চেয়ারম্যান আনোয়ারা,  পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যানরাসহ অন্যরা।

এদিন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে আ.লীগ নেতাকর্মীদের পাশাপাশি ফুল হাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং করিমগঞ্জ উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে তিনি উপজেলার অবকাঠামো উন্নয়ন ও জনগণের মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

টিএইচ