বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ তথ্য জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী। 

জানা যায়, সোমবার (২২ মে) রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচে নিহতের লাশ রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চালক শরীফ (২৩) উপজেলার গুনধর ইউনিয়নে ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে। 

নিহতের ভাই কালাচান জানান, গত রোববার কিশোরগঞ্জ সদরের লতিফপুর থেকে অটোরিকশাটি কিনেছিল। বিকালে রিকশা নিয়ে বের হলে আর বাড়ি ফেরেনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলেনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ মে) স্থানীয় লোকজন সেতুর নিচে লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। করিমগঞ্জ থানা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

করিমগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম সিদ্দিকী জানান, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মাথা থেঁতলানো জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে হত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে বলে তিনি জানিয়েছেন।

টিএইচ