বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

করিমগঞ্জে পিকআপচাপায় গৃহবধূর মৃত্যু

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জে পিকআপচাপায় গৃহবধূর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপ চাপায় আফরোজা সুলতানা রুপা (৩২) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ৮ মাসের শিশু সন্তান তাসলিন গুরুতর আহত হয়। এ তথ্য জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন।

গত শুক্রবার রাতে করিমগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-চামড়া বন্দর মহাসড়কের শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের চন্দন মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কিশোরগঞ্জ-চামড়া বন্দর মহাসড়কের শিমুলতলা নামক স্থানে তার শিশু সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চামড়া বন্দরগামী একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এ সময় আফরোজা ঘটনাস্থলেই মারা যান। 

পরে স্থানীয়রা নিহত রুপা ও তার সন্তান তাসলিনকে উদ্ধার করে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত শিশু তাসলিনকে উন্নত চিকিৎসার জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপালে পাঠানো হয়েছে। 

টিএইচ