রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় পানিতে ডুবে শিশু মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি  

কলমাকান্দায় পানিতে ডুবে শিশু মৃত্যু

কলমাকান্দায় নদীর পানিতে ডুবে সাহাবী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাহাবী চত্রংপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। 

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৯ আগস্ট) পরিবারের অজান্তেই  বাড়ির পাশে উব্দাখালি নদীর পানিতে ডুবে যায় সাহাবী। 

পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর নদীর পানি থেকে ভাসমান অবস্থায় তুলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সুমন পাল মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা থানার ওসি  আবুল কালাম  বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর  করা হয়েছে।

টিএইচ