বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

কলমাকান্দায় ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকায় গত মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা আনুমানিক সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ করেছে।

নেত্রকোণা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নেত্রকোণা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মঙ্গলবার রাত ৮ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকার মো. এরশাদুর রহমান বিদ্যুৎ এর গোডাউনে অভিযান পরিচালনা করে। 

অভিযানে যৌথ বাহিনী গোডাউন থেকে চোরাই পথে আনা ২২১টি ডাবল এবং ১১০টি সিংগেল ভারতীয় কম্বল জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৮ হাজার ৫শ টাকা। এছাড়াও গোডাউন থেকে চোরাই পথে আনা ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ টাকা। 

অভিযান পরিচালনার সময় অবৈধ দ্রব্য সামগ্রী পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কম্বল এবং সিগারেটের ফিল্টার নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ