সোমবার, ০৩ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় অনুমোদনহীন ওষুধ বিক্রি একজন আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় অনুমোদনহীন ওষুধ বিক্রি একজন আটক

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রির অভিযোগে কাওসার মাতব্বর নামের একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ মার্চ) পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রির সময় স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত কাওছারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা গ্রামে। তার পিতার নাম মো. মোতাহার মাতব্বর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন সাদেক বলেন, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর জব্দ করা অনুমোদনহীন ওষুধ ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টিএইচ