বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

কলাপাড়ায় কলেজ মাঠ উন্মুক্তের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় কলেজ মাঠ উন্মুক্তের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার বক্তব্য দেন। এ সময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, অতিশিগগিরিই মাঠটি উন্মুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ