বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় পাউবোর জায়গা দখলের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় পাউবোর জায়গা দখলের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা স্ট্যাম্পের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেঁড়িবাধ সংলগ্ন জায়গা একটা ইটভাটা কেম্পানি দখলে নিচ্ছে। 

শুধু তাই নয়, বেঁড়িবাধের পাশে বসবাসরত ভূমিহীনদের নিকট থেকে পানি উন্নয়ন বোর্ডের জায়গা ক্রয় করছে ওই প্রতিষ্ঠানটি। যুব উন্নয়নের নামে একটি ঘেরও দখলে নিয়েছে তারা। এমনই অভিযোগ করেন স্থানীয়রা। এনিয়ে এলাকাবাসীর মাঝে উৎকণ্ঠা ও সংশয় সৃষ্টি হয়েছে। তবে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর।

সরেজমিনে দেখা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন প্রায় কয়েক একর জায়গা অবৈধভাবে দখলে নিয়েছে স্থানীয় ওই প্রতিষ্ঠান। তারকাঁটা ও টিনের বেড়া দিয়ে সেই জায়গাগুলো দখলে রেখেছে। আর কিছু কিছু জায়গায় টিনের ঘর তুলে ইটভাটার শ্রমিকদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। 
বেঁড়িবাধের পাশে স্থায়ী বিল্ডিং উঠিয়ে তা ব্যক্তিগত অফিস হিসেবেও ব্যবহার করছে। 

এবিষয়ে ইটভাটার স্বত্তাধিকারী আমান মৃধা মোবাইলে বলেন, আমার রেকডিয় জমির দাগের মাথায় এ ঘেরটি অবস্থিত তাই তা দখলে নিয়েছি। তবে, পানি উন্নয়ন বোর্ডের জায়গা ক্রয় করে দখলে নেয়ার বৈধতা আছে কিনা জানতে চাইলে তার কোন সদুত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সোবাহান বলেন, বেড়িবাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ভূমিহীনদের নিকট থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি ক্রয় করছে ইটভাটার মালিক। কিভাবে আর কোন শক্তির মাধ্যমে তারা এ অবৈধ কাজগুলো করছে তা আমাদের বোধগম্য নয়।

পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। সরকারি জায়গা ক্রয় করে তা অবৈধভাবে দখলের কোন সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ কাজ। খুব শিগগিরই এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ