শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কলাপাড়ায় বজ্রপাতে হাসান মোড়ল (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে বজ্রপাতে একটি গরু মারা যায়। বুধবার (২৪ মে) দুপুরে মহিপুরের ডালবুগঞ্জ ইউনিয়নের ফুল বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাসান ফুলবুনীয়া গ্রামের মৃত শাহজাহান মোড়লের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানের ছেলে মো. আমিরুল্লাহ জানান, ঘটনার সময় নিহত হাসান তার চাচাতো ভাই দুলালের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। এমন সময় বৃষ্টি শুরু হলে দুলাল তাকেসহ বাড়িতে চলে যেতে চায়। 

এ সময় নিহত হাসান তার মাঠের মধ্যে গরু ছিল তাই নিয়ে আসবে বলে দুলালকে চলে যেতে বলে। পরবর্তীতে হাসান গরু আনতে রওনা দিলে হঠাৎ তার মাথায় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের হাসানের চাচাতো ভাই দুলাল জানান, আমরা দুজনেই মাঠে কাজ করছিলাম। বৃষ্টির মধ্যে কাজ করা লাগবে না বলে ওকে আসতে বলে আমি চলে আসি। হাসান বলে আমি গরু নিয়ে আসতেছি। এরপর গরু আনতে কিছুদূর যাওয়ার পরই তার ওপর বজ্রপাত হয়। এতে ওখানেই তার মৃৃত্যু হয়।

এদিকে একই সময়ে বজ্রপাতে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অনিল খরাতির একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই সময় গরুটি মাঠের মধ্যে বাঁধা অবস্থায় ছিল।

মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
  
টিএইচ