সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় মাদ্রাসাছাত্রী আত্মহত্যার প্ররোচনায় মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় মাদ্রাসাছাত্রী আত্মহত্যার প্ররোচনায় মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসাছাত্রী লামিয়া আক্তারের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

গত শনিবার রাতে নিহত ছাত্রীর মা শাহিনুর বেগম বাদি হয়ে কলাপাড়া থানায় এ মামলা করেন। এর আগে ওই দিন উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তার ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

মৃত লামিয়া আক্তার আরামগঞ্জ আলিগঞ্জ দারুল ইসলাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, তারা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিএইচ