শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

কলারোয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

কলারোয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় আকরামুজ্জামান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়ন পরিষদের পাশের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকরামুজ্জামান (৩২) যুগীখালি ইউনিয়নের কামারালি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

আকরামুজ্জামান আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার স্বজনরা দাবি করেছেন মরদেহের ঘাড়ে ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা জানান, তার ছেলে দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকতো, গত এক সপ্তাহ হয় সে বাড়িতে আসে। 

১৬ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে দুই যুবক আকরামুজ্জামানের খোঁজে বাড়িতে আসে। বাড়িতে না থাকায় আকরামুজ্জামানের মোবাইল নাম্বার নিয়ে তারা কথা বলে চলে যায়। ওই রাতে আকরামুজ্জামান আর বাড়িতে ফেরেনি এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে তার মরদেহ উদ্ধারের খবর পান।

আকরামুজ্জামানের আরেক চাচা জানান, ছাত্র অবস্থায় একটি মেয়ের সাথে আকরামুজ্জামানের প্রেম ছিল। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেলেও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। এ ছাড়া অর্থনৈতিক লেনদেনের কোনো বিষয় থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান কলারোয়া থানায় আসেন। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা কলারোয়া থানায় একটি এজাহার করেছেন।

টিএইচ