শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

কলারোয়ায় শিক্ষকদের সঙ্গে নৌকা প্রার্থীর মতবিনিময়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  

কলারোয়ায় শিক্ষকদের সঙ্গে নৌকা প্রার্থীর মতবিনিময়

সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেছেন আ.লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। 

বুধবার (২০ ডিসেম্বর) কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ অনেক শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি।  আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সঙ্গে মিলেমিশে আজীবন থাকতে চাই। 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, আজহারুল ইসলাম, বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, এবাদুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান, সহকারী শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু, আসাদুজ্জামান আসাদ, আবুবকর ছিদ্দীক, তজিবুর রহমান, উৎপল কুমার সাহা, ইব্রাহীম হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

টিএইচ