সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কসবা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উদযাপন

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উদযাপন

কসবা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। এ সময় প্রধান অতিথিকে কসবা প্রেস ক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

কসবা প্রেস ক্লাব সভাপতি মো, সোলেমান খানের সভাপতিত্ব অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলন উপজেলা পরিষদর চেয়ারম্যান ও উপজেলা আ.লীগর সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার, কসবা পৌরমেয়র এম জি গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. ছাইদুর রহমান মানিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন। 

কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা তোফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরসহ প্রিট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি, মুক্তিযাদ্ধা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লখ্য সাংবাদিকতা হাক নিরীহ বঞ্চিত ও শাষিত মানুষর জন্য এ গনকল্যাণ সামনে রেখে  ১৯৮৪ সালর ১৬ ফেব্রুয়ারি কসবায় কর্মরত বিভিন গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত হয় কসবা প্রেসক্লাব। 

টিএইচ