ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ।
১৮ জানুয়ারি (শনিবার) সকালে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন গতকাল রাত ১০টায় কসবা থানাধীন কসবা-নয়নপুর রোডের আছকিনা বটগাছের নিচে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাকির মিয়ার ছেলে এনামুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
টিএইচ