শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

কসবায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

কসবা প্রতিনিধি

কসবায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২২) এক এইচএসসি পরিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

সোমাবার (২৫ সেপ্টেম্বর) সন্ধায় কসবা-আখাউড়া সড়কের ফুলতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জসীম উদ্দিন কসবা উপজেলার আদ্রা-অনন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। আহত সুমন মিয়া উপজেলার শাহপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জসীম উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কসবা যাচ্ছিলেন। পথে কসবা-আখাউড়া রোডে ফুলতলী নামক স্থানের ভাঙা গর্ত পাস কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান।

ওই সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী সুমন নিয়ন্ত্রণ হারিয়ে জসীম উদ্দিনের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই জসীম উদ্দিন মারা যায় এবং সুমন গুরুতর আহত হয়।

নিহত জসীম উদ্দিনের পরিবার জানান, জসীম উদ্দিন সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন।

কসবা থানার ওসি (তদন্ত) আব্দুল বাতেন জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন।

টিএইচ