বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউখালীতে কচা নদী থেকে অবৈধ জাল উদ্ধার

কাউখালী (পিরোজপুর ) প্রতিনিধি 

কাউখালীতে কচা নদী থেকে অবৈধ জাল উদ্ধার

পিরোজপুরে কাউখালীতে অবৈধ জাল উদ্ধার করা হযেছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বুধবার (১০ মে) উপজেলার কচা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এক মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

উপজেলার জোলাগাতী এলাকার কচা নদী থেকে একটি বাধা জাল ও পাঁচটি চিংড়ি রেনু ধরার জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার পুড়িয়ে ফেলা হয়। 

অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশ অংশগ্রহণ করেন। এছাড়া চিংড়ি রেনু ধরার অপরাধে এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা করে ও ২০ হাজার পিস রেনু চিংড়ি মাছ নদীতে অবমুক্ত করা হয়।

টিএইচ