বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ৬হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০৩ এপ্রিল) কাউখালী দক্ষিণ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশের একটি টিম তাদের সহযোগিতা করে।

এ সময় মেয়াদ উত্তীর্ন ফল বিক্রির দায়ে সলেমান স্টোরকে ২ হাজার টাকা, সাইফুল স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, নিরঞ্জন স্টোরকে ১হাজার, মূল্য তালিকা না থাকায় নাংগুলী স্টোরকে ১হাজার টাকা, মাছে বিষাক্ত রঙ ব্যবহার করায় ২ মাছ ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

টিএইচ