সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপির আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসি, এপিসি ও আনসার-ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক। 

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান, কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান প্রমুখ। 

এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া তাদের করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

টিএইচ