বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় তেলিটারী মৎস্যজীবী সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় তেলিটারী মৎস্যজীবী সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ

কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি ভিতরকুঠি তেলিটারী মৎস্যজীবী সমিতির সদস্যদের সঞ্চয় ও বিল ডাকের লভ্যাংশ সদস্যদের মধ্যে বিতরণ না করে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে। 

সেই সঙ্গে সমিতির কিছু সদস্যকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ও মৎস্য সমিতির ঘর একেকবার একেক বিলের কাছে নিয়ে গিয়ে উত্তোলন করে বিল ইজারা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সদস্যরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখত অভিযোগ করেছে। 

অভিযোগ সূত্রে জানাগেছে ভিতরকুঠি তেলিটারী মৎস্যজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২ জন সদস্য রয়েছে। এর মধ্য ২০ থেকে ২৫ জন সদস্য সঞ্চয় ও লভাংশ পেয়ে থাকলেও বাকী সদস্যদের শেয়ার সঞ্চয় ও লভ্যাংশের টাকা এবং সরকারি সুবিধা প্রদান করা হয় না। 

নানা অজুহাতে খরচ দেখিয়ে এ টাকা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পরিচালনা কমিটির কিছু সদস্য আত্মসাৎ করে আসছে। টেপরীকুড়া বিল ও হোকো ডাঙ্গা বিল ইজারা নিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় এবং সরকারি প্রনোদনা হিসেবে বিল নার্সারিতে পোনা উৎপাদন করে তার আয় করা টাকার হিসাব নিকাশ না দিয়ে তারা আত্মসাৎ করেন। 

আনীত অভিযোগ অস্বীকার করে সমিতির সাধারণ সম্পাদক মো. কাফি মিয়া বলেন, আমরা হত দরিদ্র মৎস্যজীবী সরকারের নিয়মনীতি মেনে বিল ইজারা নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমাদের সমিতির ঘর টেপরীকুড়া বিলের ধারে আগে থেকে ছিল এখনও আছে। আমরা অন্য বিলের কাছে নিয়ে ঘর তুলি নাই। তবে হোকো ডাঙ্গা বিল আমাদের অফিসের দূরত্ব এক কিলোমিটারের মধ্যে। 

সমিতির সভাপতি বলেন, ৪২ জন সদস্যর মধ্যে ৮ জন সদস্য শেয়ার সঞ্চয় নিয়মিত না দেয়ার কারণে তারা লভ্যাংশ পান না। 

কাউনিয়া উপজেলা মৎস্য অফিসার ফারজানা আক্তার জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ