সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

রংপুরের কাউনিয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ও চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মো. মুহিদুল হক মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম আবু মো. তারিকুল ইসলাম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ মিনহাজুর রহমান হেনা, প্রেস ক্লাবের মোস্তাক আহমেদ, ওয়াহিদুল ইসলাম প্রমুখ। 

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার শুধুমাত্র লটারি মাধ্যমে। চলতি মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা দরে ৪১৪ টন আমন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৬৩৪ টন চাল মিলারদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ধানও চাল ক্রয় করা হবে।

টিএইচ