শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় পানি নিষ্কাশনের অভাবে রাস্তার বেহাল দশা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় পানি নিষ্কাশনের অভাবে রাস্তার বেহাল দশা

রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড বালিকা বিদ্যালয় মোড় থেকে থানা রোডটির বেহাল দশা। দীর্ঘদিনের দাবির মুখে পানি নিষ্কাশনের জন্য কিছু সংস্কার করা হলেও তা আবারও জনদুর্ভোগে রুপ নিতে শুরু করেছে। কাউনিয়া বালিকা বিদ্যালয় গেটের সামনে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। যার ফলে দুই থেকে তিনদিন কাদাময় রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীসহ শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখাগেছে বালিকা বিদ্যালয় মোড় থেকে তকিপল বাজার যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটিতে কয়েক দফায় পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হয়েছে যে ড্রেন দিয়ে পানি বাহির হতে না পারায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করে। ড্রেন নির্মাণ করা হয়েছে অথচ ড্রেনের দু পাশ্বেই মুখ বন্ধ। ফলে রাস্তার পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। 

জনসাধারণ এ রাস্তা দিয়ে বৃষ্টির সময় চলাচল করতে পারে না। অথচ এ রাস্তা দিয়ে ব্যাংক, সাব রেজিস্ট্রি অফিস, টিএন্ড টি অফিস, থানা, পোস্ট অফিস, মহিলা কলেজ, বালাপাড়া ইউনিয়ন পরিষদ, কাউনিয়া হাই স্কুল, কাউনিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় ঈদগা মাঠ, কাউনিয়া কলেজ ও তকিপল হাট দিয়ে শহীদবাগ হয়ে হারাগাছে যেতে হয়।

এদিকে বালিকা বিদ্যালয় মোড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ্ রাজু জানান, বেশ কয়েকবার প্রকল্প নিলেও সঠিক পরিকল্পনার অভাবে বারবার এ সমস্যা হচ্ছে। রাস্তাটিতে এভাবে পানি জমে থাকলে কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটির অবস্থা আরো খারাপ হবে। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী জানান, রস্তাটির দুই পাশে অপরিকল্পিতভাবে স্থাপনা করার কারণে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে যার ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। ড্রেনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান স্যারকে বলেছি। আশা করছি খুব দ্রুত টেন্ডার দিয়ে সমস্যার সমাধান করা হবে। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তাটির পানি দ্রুত নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসীসহ ব্যবসায়ীরা।

টিএইচ