বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাট্টলী বাজারে ৮ দোকান পুড়ে গেছে

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

কাট্টলী বাজারে ৮ দোকান পুড়ে গেছে

কাপ্তাই হ্রদ বেষ্টিত রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন দ্বীপ কাট্টলী। এই দ্বীপকে ঘিরে গড়ে ওঠা কাট্টলী বাজারে আগুনে পুড়েছে আট দোকান। গত শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের তথ্যমতে, গত শনিবার রাতে হঠাৎ আগুন লাগে বাজারে। এ সময় বাজারের সবাই গভীর ঘুমে ছিল। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ততক্ষণে বাজারের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই যায়।

ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, বাজারের একটি চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে বাজারের ৩টি খাবার হোটেল, ২টি ওয়ার্কশপ, ২টি জালের দোকান ও একটি ইলেকট্রনিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদের সদস্য ও বাজার ব্যবসায়ী আব্দুল মোনাফ জানান, আগুনে বাজারের ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

টিএইচ