বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কানাইঘাটে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দেলোয়ার

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি

কানাইঘাটে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দেলোয়ার

সিলেটের কানাইঘাট উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন চৌধুরী। তিনি কানাইঘাট পৌর শহরের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত হয়েছেন।

গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সুত্রধর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, মো. দেলোয়ার হোসেন চৌধুরী ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৬ সালের ৩০ মার্চ বদলি হয়ে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার বাড়ি একই গ্রামে এবং  তিনি ওই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। এর পূর্বে ২০২০ সালে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন দেলোয়ার হোসেন চৌধুরী।

এদিকে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় কানাইঘাটের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সুধীমহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

টিএইচ