শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কাপাসিয়ায় ভূমি অফিস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় ভূমি অফিস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

উপজেলার রায়েদ ভূমি অফিসে রোববার (১৯ মে) বোমা আতঙ্কে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে র্যাবের একটি দল বোমা সদৃশ্য একটি বোমা উদ্ধার করেন।

ভূমি অফিসের ঝাড়ুদার রেজাউল হক ও উমেদার মনির হোসেন  জানান, সকালে অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় অফিসে ডাইনিং রুমে বোমা সদৃশ্য বস্তু পরে থাকতে দেখে বিষয়টি  তহসিলদারকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানান।

পরে ইউএনও একেএম  লুৎফর  রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ সহ হাজির হয়ে ভূমি অফিসের পাশে পরিত্যক্ত মাটির ঘরে বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পায়। নিরাপত্তার স্বার্থে ঘরটির চারপাশ এবং অফিসের আশপাশের দুশ ফিট এলাকা রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটকে দেন। 

এসময় পুরো বাজার ও আশপাশের এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করে।  বোমা আতঙ্কের কারণে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত ভূমি অফিসের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকে। উপজেলা নির্বাহী অফিসার বোমা সদৃশ্য এ বস্তুকে নিস্ক্রিয় করে উদ্ধারের জন্য ঢাকা মেট্রোপলিটন বোমা নিস্ক্রিয় টিমের সহযোগিতা চান এবং প্রায় তিন ঘণ্টা পর ঢাকা থেকে আগত  একটি  বোমা নিস্ক্রিয়  টিমের  নেতৃত্বে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করেন। 

পরে ঢাকা মেট্রোপলিটনের বোমা নিস্ক্রিয় টিমের প্রধান মামুনুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের এক প্রেস ব্রিফিং এ বলেন, এটি বোমা নয়। এটি দেখতে অবিকল বোমার মতো। এর ওজন প্রায় আড়াই কেজি। এটা একটি অটো চার্জারের সঙ্গে কস্টিপ দ্বারা পেঁচানো, যার ভিতরে একটি মেমোরি কার্ড ও ক্যামারার মতো একটা কিছু রয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রিফাত নুর মৌসুমি জানান,  কে বা কাহারা হীন উদ্দেশ্যে এই ডিভাইসটি অফিস ঘরের চালার নীচের ফাঁকা  দিয়ে  রেখে যায়। তবে বিষয়ে  আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।

টিএইচ