সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাপাসিয়ায় শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) চাঁদপুরে

কাপাসিয়ায় শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কাউট আন্দোলন জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে মহাশিক্ষক সমাবেশ শনিবার (১৭ জুন) কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিমিন হোসেন রিমি, এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ আমানত হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, শিক্ষা অফিসার আনসার উদ্দিন, অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, রাসেল সরকার, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, আশরাফুল আলম খান ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মাজহারুল ইসলাম সেলিম প্রমুখ। 

শিক্ষার গুণগত মানের উন্নয়নে উন্মুক্ত আলোচনায় নানাবিধ সমস্যা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাল্যবিবাহ রোধ, স্কাউটিং বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনার নিমিত্তে সবাই মিলেমিশে কাজ করে কাপাসিয়াকে  শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিমিন হোসেন রিমি।

টিএইচ