বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাপাসিয়ায় ৯ দোকানে চুরি

কাপাসিয়া (গাজীপুর)

কাপাসিয়ায় ৯ দোকানে চুরি

সাটারের হুক ভেঙে এক রাতে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরগা বাজার, হাইলজোর বাজার ও বলাকোনা এলাকায় বিকাশ দোকানসহ ৯ দোকনে চুরির ঘটনা ঘটেছে। গত ৫-৬ ফেব্রুয়ারি  দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানায়, হাইলজোর বাজারের নাঈম টেলিকম ও আতিক টেলিকম, হাইলজোর পূর্বপাড়া মাসুদ মিয়ার মনিহারি দোকান, দরগা বাজারের মাসুদ, কাজল, সোহেল, এমারত, আশরাফুলের দোকান এবং বলাকোনা গ্রামের প্রয়াত আবুল হোসেনের স্ত্রীর মনিহারি দোকানে চুরি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, ৯ দোকান থেকে নগদ টাকা ছাড়াও মনিহারি মালামাল, ফ্লেক্সিকার্ড ও সিগারেট নিয়ে যায় চোর চক্র। 

ভুক্তভোগি নাঈম টেলিকম মালিক নাঈম জানায়, চোরেরা গভীর রাতে সাটারের হুক ভেঙে দোকানে ঢুকে কাগজ পত্র তছনছ করে ফ্লেক্সি কার্ড ও নগদ টাকা নেয়। তিনি বলেন, এলাকার অন্যান্য দোকান থেকে সিগারেটসহ নগদ টাকা নিয়ে যায়।  

স্থানীয় ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আল ইসলাম জানায়, কাপাসিয়ায় থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। কাপাসিয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) খান মো. আবুল কাশেম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

টিএইচ