বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে এতিম শিশুদের সঙ্গে ইউএনওর ইফতার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ে এতিম শিশুদের সঙ্গে ইউএনওর ইফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলার হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুদের জন্য এ ইফতারের আয়োজন করেন। 

গত সোমবার সন্ধ্যায় মাদরাসা ভবনে ইউএনও মো. মহিউদ্দিন নিজে উপস্থিত থেকে এতিম শিশুদের নিয়ে একসঙ্গে বসে ইফতার করলেন। এসময় তার সন্তানরাও এই আয়োজনে অংশ নিয়েছে। 

ইউএনও মো. মহিউদ্দিন জানান, পবিত্র মাহে রমজান মাসে এতিম শিশুদের নিয়ে একসঙ্গে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে। বিশেষ করে, সমাজে অনেক শিশু রয়েছেন যারা সুবিধাবঞ্চিত। 

তারা অনেকেই এরকম এতিমখানায় থেকে লেখাপড়া করছে। এসব শিশুদের পাশে থাকার খুব ইচ্ছে রয়েছে। আমরা সকলে যার যার অবস্থান থেকে এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা অনেক দূর এগিয়ে যাবে।

টিএইচ