বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি  

কাপ্তাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ মো. আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি কাপ্তাই ইউনিয়নের কেপিএম টিলার মো. শাহ আলমের ছেলে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাপ্তাই থানার একটি চৌকস দল মাদক ব্যবসায়ী আরাফাতকে গ্রেপ্তার করে। এছাড়া তার বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।

এদিকে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আরাফাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

টিএইচ