বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে বনবিভাগের অভিযানে সেগুন কাঠ জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

কাপ্তাইয়ে বনবিভাগের অভিযানে সেগুন কাঠ জব্দ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অভিযানে অবৈধ পাচারের জন্য মজুদকালে ৫০.৪৫ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
 
গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং কাপ্তাই বন বিভাগের কর্মীরা কাপ্তাই লেকের পাশে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন স’মিলের পাশে পানিতে ডুবানো অবস্থায় এই সেগুন গোল কাঠ জব্দ করেন।

কাপ্তাই রেঞ্জ অফিসার মুরাদ বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে খবর পাই যে,  স’মিল এলাকার পাশে কাপ্তাই লেকে পানিতে ডুবানো অবস্থায় কিছু সেগুন কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। তাৎক্ষণিক সন্ধ্যায় বন বিভাগের কর্মীদের নিয়ে কাঠগুলো জব্দ করি। 

আমরা আসার আগে পাচারকারী দল পালিয়ে যায়। উদ্ধার কাঠগুলো কাপ্তাই রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে এবং এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

টিএইচ