বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর থেকে উদ্ধারকৃত অজরগটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ১৪ ফুট দৈর্ঘ্যের প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি বনে অবমুক্ত করে বনবিভাগের সদস্যরা। এর আগে গত সোমবার দিবাগত রাতে স্থানীয়রা অজগরটি লোকালয় থেকে উদ্ধার করেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান খন্দকার, রাইয়ংখিয়ং বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিনসহ বনবিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের। কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়। তিনি জানান, এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

টিএইচ