বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাবাডি দলের অধিনায়ককে সংবর্ধনা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

কাবাডি দলের অধিনায়ককে সংবর্ধনা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় কাবাডিদলের অধিনায়ক মোল্লাহাটের কৃতিসন্তান আরুদুজ্জামান মুন্সিকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার (২৪ জুন) নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়, এসময় জাতীয়দলের অধিনায়ককে সম্মাননা স্মারক প্রদান করা হয। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শোভন সরকার। 

শুভেচ্ছা বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মিল্টন, নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান সজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান মিয়া, মনোরঞ্জন পাল, প্রধান শিক্ষক মো. সোহেল রানা মুরাদ, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। 

এর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (অনূর্ধ্ব ১৭) আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

টিএইচ