শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ

কারসাজি করে বেতন বিল জমা ও টাকা উত্তোলনের অভিযোগ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া  

কারসাজি করে বেতন বিল জমা ও টাকা উত্তোলনের অভিযোগ

কুষ্টিয়ায় স্থানীয় সৈয়দ মাছ-উদ রুমী কলেজের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের ছাড়কৃত সরকারি অংশের বেতন-ভাতাদি বিল প্রকৃত সভাপতির সই ছাড়া করাসাজিতে বেআইনিভাবে রূপালী ব্যাংকে জমা ও বেতন উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনিত গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলমের সই গোপন করে কলেজটির প্রতিষ্ঠাতা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর স্বাক্ষরযুক্ত জুলাই মাসের সরকারি অংশের বেতন বিল ব্যাংকে জমা দেন বরখাস্তকৃত অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন সেলিম। 

 সেখানে দীর্ঘ ৭ বছর অনুপস্থিত এবং বরখাস্তকৃত কর্মচারীর বিল দাখিল করে তিনি উত্তোলন করেছেন। অথচ ভারপ্যাপ্ত অধ্যক্ষ কানিজ ফাতেমা এবং সহকারী অধ্যাপক অঞ্জুমান নাহারের বিলও প্রদান করা হয়নি। এদিকে  বৈধ সভাপতি জাহাঙ্গীর আলমের প্রতিস্বাক্ষরিত বিল দাখিল করা হলেও ওই বিল প্রদান করা হয়নি। 

এতে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানিজ ফাতেমা পদত্যাগ করে থানায় জিডিসহ সেনা ক্যাম্প ও ডিসির কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, সরকার পরিবর্তনের পর গত ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্রে স্কুল, কলেজের নিয়মিত গভর্নিংবডি/পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এডহক কমিটি গঠনে নির্দেশ দেয়া হয়। 

এডহক কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলায় ডিসি/মনোনীত প্রতিনিধি ও উপজেলায় ইউএনও বেতন বিলে স্বাক্ষর দিবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়। তবে গত ৮ আগস্ট মাছ-উদ রুমী কলেজের শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের সরকারি অংশের বেতন বিল জমাকালীন পর্যন্ত বহাল ছিল কলেজের গভর্নিং বডির বিগত নিয়মিত কমিটি। 

কিন্তু তা সত্বেও জাতীয় বিশ্ববিদ্যলয়ের পরবর্তী অনুমোদিত চিঠি ছাড়াই চতুরতার আশ্রয়ে ওই অধ্যক্ষ ব্যাংকে জমা দেন কলেজের প্রতিষ্ঠাতার স্বাক্ষরযুক্ত বেতন বিল। কলেজের অধ্যক্ষ নুরউদ্দিন সজল জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তবে একটি মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি জামিনে মুক্ত হয়ে উচ্চ আদালতে আপিল করেছেন বলে জানান। 

কুষ্টিয়ার রূপালী ব্যাংকের ম্যানেজার মুজিব আলম বিষয়টি স্বীকার করে জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উদ্ভুত পরিস্থিতিতে তিনশ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় শিক্ষক-কর্মচারীর বেতন-বিল জমাসহ টাকা দেয়া হয়েছে। এতে কোন ব্যত্যয় ঘটলে পরবর্তী মাসের বেতন থেকে টাকা সমন্বয় করা হবে বলে তিনি জানান। 

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান (শিক্ষা ও আইসটি) জানান, নতুন জেলা প্রশাসক শিগগিরই যোগদান করবেন। তিনি যোগদানের পর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেয়া হবে।

টিএইচ