বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

কালকিনিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় ২৯ জন আটক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় ২৯ জন আটক

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ দুজন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে। এসময় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এদিকে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৯ জনকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন কালকিনি থানা পুলিশ।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানর এসআই মো. আবুল বাশারের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে থানা ভবন সংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের মো. সিরাজ খানের ছেলে মো. রাসেদুল ইসলাম খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদারকে আটক করেন।

পরে আটকদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের হামলায় এসআই মো. আবুল বাশার, এএসআই সোহেল রানা, পুলিশ সদস্য কাজী স্বপন ও আতিকুল ইসলাম আহত হন।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৯ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হবে।

টিএইচ