মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অপবাদে আজিজুল শিকদার (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে সিডিখান ইউনিয়নের চরফতে বাহাদুর এলাকায় আজিজুল হোসেনকে চুরির অপবাদ দিয়ে আটকে রেখে মারধর করা হয়।
এরপর স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। পরে বুধবার (১১ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুল শিকদার (২৫) উপজেলার পাংগাশিয়া এলাকার রহিম শিকদারের ছেলে।
নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানান, কালকিনি উপজেলার সিডিখান এলাকায় কয়েকদিন আগে একটি ভ্যান চুরি হয়।
গত মঙ্গলবার রাতে আজিজুল শিকদার স্থানীয় একটি বাজার থেকে বাড়ি দিকে যাচ্ছিল এমনি অবস্থা কয়েকজন লোক মিলে তাকে চুরির অপবাদ দিয়ে এনে আটক করেন। পরে আজিজুল শিকদারকে বেদম মারধর করে।
নিহত আজিজুলের বোন আকলিমা বেগম বলেন, আমার ভাই বাজার থেকে বাড়ি আসার পথে স্থানীয় লোকজনরা আমার ভাইরে আটকে রেখে মারধর করে। তাদের মারধরের কারণে আমার ভাই মারা গেছে। যারা আমার ভাইরে মারছে আমি তাদের বিচার চাই।
এদিকে আজিজুলের পিতা রহিম শিকদার বলেন, তারা আমার ছেলেকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে হত্যা করেছে। আমি এদের ফাঁসি চাই।
কালকিনি থানার ওসি মো. নাজমুল ইসলাম বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ