সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) উপজেলা পুনট ইউনিয়নের পাঁচগ্রাম নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু পাঁচগ্রামের মো. মাহমুদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের মো. মাহমুদুল ইসলামের মেয়ে সিদরাতু মুনতাহা সকালে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সকলের অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজনেরা অনেক খোঁজাখুজির করেও তাকে পায় না। 

পরে সকালে প্রায় ঘণ্টাতিনেক পর সিদরাতু মুনতাহা পুকুরের পানিতে ভাসতে দেখে পায়। এমতাবস্থায় স্থানীয়রা শিশুকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। 

কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া খানম বলেন, সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুকে বেলা ১২টায় জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন এবিষয়টি জানিয়েছেন।

টিএইচ