সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালাইয়ে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাইয়ে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলার পৃথক পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। একটি মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পুকুর পাড় থেকে ও অপরটি আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রাম থেকে এই দুই জনের লাশ উদ্ধার করে। 

রোববার (২২ ডিসেম্বর) জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে রজব আলীর ও একই উপজেলার হাতিয়ার গ্রাম থেকে মেহেদী হাসান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। 

তিনি বলিগ্রাম গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়ার ধাপপাড়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্রাম এলাকার একটি পুকুরে পাহাড়াদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্রাম মাঠে গিয়ে রজ্জব আলীর লাশ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অপরদিকে কালাই উপজেলার হাতিয়ার গ্রামে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কালাই থানার ওসি জাহিদ হোসেন  বলেন, একটি লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপরদিকে হাতিয়ার ধাপ পাড়া থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কোনও মামলা হয়নি।

টিএইচ