সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালাইয়ে বীজতলা থেকে মরদেহ উদ্ধার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 

কালাইয়ে বীজতলা থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলার গোহারা এলাকা থেকে আ. রহমান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ গতকার উদ্ধার করেছে থানা পুলিশ। কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বিষয়টি জানিয়েছেন।

নিহত আ. রহমান জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামের মৃত. আব্দুল মোতালেবের ছেলে। ওসি জানান, আ.রহমান বিভিন্ন শারীরিক অসুস্থ ও অ্যাজমা রোগী ছিলেন। 

গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফেরেনি। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বুধবার (৬ মার্চ) গোহারা মাঠের একটি বীজতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় শারীরিক অসুস্থতার কারণে ধানের বীজতলা পড়ে  মারা গেছে।  

টিএইচ