রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কালিহাতীতে বাস চাপায় দুজন নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতীতে বাস চাপায় দুজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কুরশাবেনু  গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন।

এ সময় ১৮ নম্বর ব্রিজের উপর পৌঁছালে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস পেছন থেকে অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

টিএইচ