বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কালিহাতীতে মাটি ও বালু ঘাটে রাতভর ইউএনওর অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

কালিহাতীতে মাটি ও বালু ঘাটে রাতভর ইউএনওর অভিযান

টাঙ্গাইলের  সখীপুর  উপজেলার কালিয়ান, সাফিয়া চালা, বাঘেরবাড়ী, হামিদপুরসহ আশেপাশের পাহাড়ি এলাকার লাল মাটি কেটে সমতল ভূমিতে পরিণত করেছে পাহাড় খেকো একটি চক্র।

ওই লালমাটি ট্রাকযোগে কালিহাতী উপজেলার মরিচা, নাগবাড়ি, আউলিয়াবাদ, চারান, বল্লা, রামপুর, কাজিবাড়ি, গান্ধীনা, তেজপুর, রতনগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। পবিত্র রমজান মাসে সারারাত ওই মাটির ট্রাকের বিকট শব্দে সাধারণ মানুষের রাতের ঘুম, তারাবির নামাজ ও ইবাদত বন্দেগিতে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে কালিহাতী ইউএনও খায়রুল ইসলাম গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওসব এলাকায় অভিযান চালিয়ে উপজেলার দড়িখসিল্লায় দুটি ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।

অপরদিকে, যমুনার  চরাঞ্চলের জোকারচর বালু ঘাটে অভিযান পরিচালনা করে দুটি ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে অন্যরা বালু ঘাট বন্ধ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে কালিহাতী ইউএনও খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাতের আধারে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার লাল মাটি পাহাড় কেটে কালিহাতীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায়  অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ