বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে বনের ভেতর থেকে পোড়া মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বনের ভেতর থেকে পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গলাচিপা বনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নিহত জাহাঙ্গীর আলমের (৩৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্কারচালা ঝিনজিচালা এলাকার ইউসুফ আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাছিম জানান, জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

টিএইচ