রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোলান বাজারের ব্যবসায়ী মেসার্স রাসেল পোল্ট্রির মালিক শিংলাব গ্রামের আলী আজগরের পুত্র রাইসুল ইসলাম, মামা-ভাগিনা স্টোরের মালিক বাগদী গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র আব্দুল জলিল ও মেসার্স সুমন ট্রেডার্সের মালিক শিবপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র ফজলুল হককে তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ