সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে প্রথম নারী ইউএনও তুম্পা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জে প্রথম নারী ইউএনও তুম্পা

লালমনিরহাটের কালীগঞ্জে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করেছেন সিফাত আনোয়ার তুম্পা। গত ০৩ নভেম্বর কালীগঞ্জ ইউএনও হিসেবে যোগদান করে তিনি দায়িত্ব পালন করছেন। এর আগে সততার সঙ্গে বরগুনা জেলার তালতলী ইউএনওর দায়িত্ব পালন করছেন তিনি।  

সিফাত আনোয়ার তুম্পার বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত।

কালীগঞ্জ ইউএনও সিফাত আনোয়ার তুম্পা বলেন, আমি কালীগঞ্জ উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। ইউএনও অফিস জনগণের আস্থা ও নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত করবো। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবো। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

টিএইচ