বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

কালীগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

কালীগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই এলাকার ভাঙরি ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত দুপুরে বৃষ্টি শুরু হলে বাঁধে থাকা তাদের গরু বাড়িতে নিয়ে আসার জন্য যায়। গরু খুলে বাড়িতে নিয়ে আসার পথে বৃষ্টির সঙ্গে তার গায়ে বজ্রপড়লে আরাফাত অসুস্থ হয়ে পড়ে। 

পরে তাকে অসুস্থ দেখতে পেয়ে তার বাবা চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির।

টিএইচ