সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে যুবদল নেতা আটক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জে যুবদল নেতা আটক

লালমনিরহাটের কালীগঞ্জে রাসেল মিয়া (২৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার মানিক বাজার থেকে তাকে আটক করে পুলিশ। 

আটক রাসেল মিয়া উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার মৃত আব্দুল বাছেদ আলীর ছেলে। তিনি উপজেলার চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাসেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান, নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর জানান, সরকারের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করে যাব। কোনভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যাবে না। আমরা এ সরকারের পতনের জন্য সব সময় আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত। 

যুবদল নেতা রাসলকে আটকের তীব্র প্রতিবাদ জানাই। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ইউনিয়ন যুবদল সহ-সভাপতি রাসেল মিয়াকে আটকের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ