লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসাদুজ্জামান নামের ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা সাকাতি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পারিবারিক মামলায় আদালতে তার ৩ মাসের বিনাশ্রম সাজা হয়। সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি মো. সেলিম মালিক জানান, এসআই আনোরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত শুক্রবার রাতে আসাদুজ্জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
টিএইচ