বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

কালুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ৩ দিনপর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) উপজেলার মাধবপুর বাজারের পাশে সালেহপুর পদ্মানদীর কোলে একটি কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া গ্রামের জিয়ায়ত আলী জিয়ারতের পুত্র নীরব।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ২০ মার্চ রাত থেকে মাধবপুর বাজার থেকে নিখোঁজ ছিলো। অনেক জায়গায় খোঁজাখুঁজি অব্যাহত ছিল। পরে নিখোঁজ কিশোরের বাবার নিকট একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। তারা ২০ লাখ টাকা নিয়ে পাংশা একটি ব্রিজের নিকট যেতে বলেন।

তারপর থেকে সেই নম্বরটি বন্ধ আছে। এ ঘটনায় কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা ছিল। রোববার (২৩ মার্চ) তার লাশ নদীতে ভাসতে দেখা যায়।

এ ব্যাপারে কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

টিএইচ