বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে পৃথক ঘটনায় পাঁচজন আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে পৃথক ঘটনায় পাঁচজন আটক

গাজীপুরের কাশিমপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৫২ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারি এবং ডিম ভর্তি ট্রাক ডাকাতিকালে এক ডাকাতকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের সবুজ কানন মোড় এলাকা থেকে র্যাব-১ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ৯৫২ বোতল ফেন্সিডিল, ৫ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড, ২ টি হাতঘড়ি এবং নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারিদের কাশিমপুর থানায় জব্দকৃত ফেন্সিডিলসহ হস্তান্তর করা হয়।

অপরদিকে গত বৃহস্পতিবার রাতে ১নং ওয়ার্ডের মাধবপুর ওয়াবদা রোড গাবতলা বেপারি বাতান এলাকা থেকে ডিম ভর্তি ট্রাক এসে পৌঁছালে পিছন দিক থেকে নীল রংয়ের অজ্ঞাত নাম্বারের ০১টি পিকআপ গাড়ি এসে ডিমের গাড়ি ওভারটেক করে ডিমের গাড়ির গতিরোধ করে। 

এসময় ওই পিকআপ থেকে অজ্ঞাতনামা ০৪ জন ডাকাত লোহার রড, লোহার পাইপ, হাতুরী নিয়ে গাড়ি থেকে নেমে ডিমের গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে এবং ড্রাইভারসহ হেলপারদের টেনে হেচড়ে গাড়ি থেকে নামিয়ে ট্রাকটি নিয়ে দ্রুত জিরানী বাজারের দিকে চলে যায়। 

পরে কাশিমপুর থানা পুলিশকে অবহিত করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় সাভার এলাকা থেকে ডিম ভর্তি ট্রাক ও এক ডাকাতকে আটক করা হয়। এ বিষয়ে কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
টিএইচ